Friday, May 8, 2020

কালো রক্ত
- সপ্তর্ষি বসু

কিছু পোড়া রুটি পরে আছে রেললাইন এর ট্র্যাকে,
হঠাৎ চোখে পড়লো রবি দিবসের ফাঁকে ।
গানে, কবিতায়, নৃত্যের তালে আকাশ হয়েছে লাল ,
কি বা হবে চলে গেলে 16 খানা প্রাণ ।

দিনমজুরের রক্তের রং চিরকালই কালো ,
আজ শুভ দিনে তাদের কথা নাইবা হলো ।

করুনাময় মনেরা সব লিখলো বটে RIP ,
কেউ বা রেগে বলে বেগে ওটা কি শোবার জায়গা ঠিক ?
মোদি-নেহরু , নেহরু-মোদি হানাহানি কিছু জন ,
ছেলের কাটা লাশের ওপর মায়ের চোখের জল ।

হেটে হেটে ক্লান্ত শ্রমিক শ্রান্ত দেহ মন ,
অবাক চোখে তাকিয়ে দেখে অট্টালিকার দল ।
মনে ভাবে ওদের তো বানালাম আমরাই ,
আজ ওরা আছে কেবল আমাদের ই নেইকো কোনো ঠাঁই।



বুড়ো মাকে দেখতে তার বড়ই ইচ্ছে করে ,
ভাবে মায়ের কোলে মাথা রেখে ঘুমাবো টা কবে ।
উপরওয়ালা হয়তো বোধহয় শুনতে পায় সে কথা ,
একটা খালি মালগাড়ি তাই নিয়ে গেল সব ব্যথা,
একটা খালি মালগাড়ি তাই নিয়ে গেল সব ব্যথা ।