Monday, June 15, 2020

RIP Artist , RIP Sushant

#SushantSinghRajput #depression #artist #artistlife

Disclaimer - 

আমি কোনো  মনোবৈজ্ঞানিক, Psychologist ,  বা  social media homicide detective নই।
     আমি একজন লেখক , একজন artist এবং এই লেখা টা সেই ভিত্তিতেই ।

----------/-----------/--------/--------

একটু খুলে বলি । একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করছি , সত্যি ঘটনা , কাল্পনিক নয় ।
     বেশিদিন আগের কোথায় নয় , just few months before ।
   31st December , 2019 
       আমি আমার favourite bar Opium e বসে ।
  একা ।
    আস্তে আস্তে চুক চুক করে আর চারিপাশের লোকজন দেখছি আর খাচ্ছি । 
       অনেকদিনের যাতায়াত তাই বারের সব্বাই waiter Manager খুব ভালো করে চেনে , ভালোবাসে ।
    একটা অত্ত্বিয়তা বলতে পারেন ।
        হটাৎ , পাশের table থেকে একটা গলা ভেসে এলো  " why are you so lonely ? "


Add caption


Artists are always lonely .

   ঘুরে দেখলাম 3টে অল্প বয়স্ক ছেলে , বুজতে দেরি হলো না যে sec 5  এর কোন IT কোম্পানির employee ।
     প্রশ্ন টা অবশ্য একজন করেছে , একটা জিজ্ঞাসাবধক মুখ করে ।
     একটু অস্সস্থি হলো , kind of an uneasyness.
      আস্তে গলাটা একটু গম্ভীর করে বললাম " I am waiting for someone ".
     তারপর আবার আমার গ্লাসটা হাথে তুলে নিলাম ।
    " But it doesn't seems so , you are sitting here for last 3 hours "
     ছেলেটার প্রশ্ন শেষ হয়নি বুজলাম । ঘড়ির দিকে তাকালাম , 4টের সময় ঢুকেছিলাম এখন 7 টা বাজে ।
     এতক্ষন ঘড়ি দেখার ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই পড়েনি ।
    এবার irritated হলাম ।
      ছেলে টার চোখে চোখ রেখে বললাম " why don't you mind your own business "
    Immediately মুখের expression টা বদলে গেল, ঘুরে গেল নিজের টেবিলে ।
     সঙ্গে যে ছেলে দুটো ছিল জিগ্যেস করলো যে আমি কি উত্তর দিলাম ।
    যাইহোক , বেরিয়ে যাওয়ার আগে ওই ছেলে টা আবার কথা বললো , তখন 8:30 pm বাজে ।
    " কেউ তো এখনো এলো না " হেসেই বললো ।
   সঙ্গে " Happy New Year,  you shouldn't be alone in this day atleast " ও বললো ।
       আমিও হেসে " same to you " বললাম ।
       
          এই ঘটনা টা দিয়ে শুরু করার উদেশ্য একটাই , যে মানুষের common perception about artists are somewhat different than artist's behaviour .
   
      কালকে সারাটা দিন শুধু লোকজন social media aay depression , একাকীত্ব এইসব দিয়ে শুরু করেছে আর শেষ করেছে " আমি পাশে আছি , আমাকে ph করতে পারো একা feel করলে , just pickup your phone and call " এই দিয়ে ।
     
 But an artist is always lonely , he or she wants to be .
Any form of art , সেটা বই বা কবিতা লেখা হোক , বা acting hok , movie direction , any form of art .

সেটা Rabindranath বা Albert Camus বা Writhik Ghatak বা Sushant Singh Rajput হোক না কেন ।
   দয়া করে এটা ভাববেন না যে আমি এদের কে compare করছি বা নিজেকে এদের সাথে তুলনা করছি ।

প্লিজ !!!

They were all artists and hence the union set .

     হয়তো এতদূর পোড়ে কিছু লোকজন মনে মনে ভাবতে শুরু করেছেন যে বেটা দুটো বই কি না লিখেছে আর 4-5 টা newspaper e কিনা ছবি আর review বেরিয়েছে , হেব্বি বোদ্ধা হয়ে গেছে , বিশাল artist ভাবছে নিজেকে ।

    না , ভাবছি না !

কিন্তু as an artist কিছু sotti কথা বলছি , how an artist honestly feels , and it might be that it's not same for all artist.
    
    Loneliness and depression somehow brings creativity in an artist.
    Depression is part and parcel of an artist's life .
    It might be due to a sudden loss like death of a very close one , কেউ ছেড়ে চলে গেছিলো , lot many things.
    Satyajit Ray lost his father at a very young age.
     Rabindranath Tagore had to perform the last rites of his own children.

A sudden loss and an acute loss creates depression and it might be life long.
    That also fires the creative cells .
     But this kind of depression doesn't typically and generally leads in ending one's own life.

You know when an artist get acutely depressed ?
    When he or she doesn't get good quality work , or the recognition of the work.
ঋত্বিক কুমার ঘটক is a burning example , if you read about his life you will know.

            প্রথমবার যেবার " মেঘে ঢাকা তাঁরা " দেখেছিলাম সত্যি দুটো feelings হয়েছিল ।
  অবাক হয়েছিলাম যে এরকম সিনেমা ও হয় , আর অসম্ভব রাগ হয়েছিল এটা ভেবে যে  যে মানুষটা এমন একটি অমূল্য ফিল্ম বানালো তাকে তিলে তিলে মরতে হলো ।

   An artist is forever lonely , he don't really care if someone is calling him to say "Hi, Hello" or not.
    Loneliness does helps in serious level of concentration which is very much required in any form of art.
   শব্দ রা জন্মায় , শব্দ লেখা যায়না ।
     জানিনা লোকজন বিশ্বাস করবে কি না , কিন্তু আমার অনেক লেখা আমি স্বপ্নে দেখেছি ।
Each and every words .
   Words are born not written.
      আমার মা আমাকে ছেলেবেলায় দুপুরে গল্প পড়ে শোনাতেন আর বলতেন , রাতে ঘুমোলে মাথায় সরস্বতী ঠাকুর আসেন ।
        সত্যি কি আসেন জানি না , তবে মা  বলেছে তো , তাই মন থেকে বিশ্বাস করি ।
  
     একজন খুব contemporary world renowned writer এক জীবন থেকে দু লাইন লিখছি।
  নাম Haruki Murakami .
আমার one of the favourite writer .
   Japan এর সব চেয়ে famous writer at present , nobel prize পেলো বলে কিছু বছরের মধ্যে ।
   Murakami use to run a jazz bar called " Peter Cat " .
   He married his childhood girlfriend but they never had kids.
   It was not that he was not capable , but he felt he cant devote time to a child from his writing.
   Such is the level of sacrifice for a writer to be lonely.
   ভোর 3 টে তে ওঠেন ঘুম থেকে । দৌড়াতে বেরোন , he is also a marathon runner .
   অত ভরে ওঠার একটাই কারণ যে তখন পৃথিবী ঘুমিয়ে থাকবে ।
   No one will be there to disturb him .
      An artist likes to be lonely .
তারপর ফিরে এসে লিখতে বসেন , বিকেলে একটু হাটতে বেরোন আর by 7 pm he goes to sleep .

Acute depression arises for an artist when he is not getting quality work or not getting his due recognition.
    That's when probably an artist start feeling really acutely broken.
    Yes, in those delicate times if a close friend lends his shoulders its always good .
     But the point I am trying to make after all these gibberish of mine is that , its that system or bunch of powerful people or the faternity or the ugly underworld which leads an artist to his death.
   যারা তাকে তার কাজের মূল্য দেয় না  বা কাজ এ দেয় না ।

সেটা ঋত্বিক কুমার ঘটক কিংবা Sushant Singh Rajput , whoever it is.
    Some die each day , তিলে তিলে মরা যাকে বলে , and some can't take the burden anymore and ends it abruptly.

Artists are all lonely .
   
     
    - সপ্তর্ষি বসু