Saturday, May 23, 2020

সাইক্লোন

সাইক্লোন

 - সপ্তর্ষি বসু

আচ্ছা , তুমি বার বার কেন আসো ?
     নতুন নাম নিয়ে , নতুন বেগে ফিরে
ভাবো আমি চিনতে পারবো না , তাই না ?

     সমুদ্রের বুকে যখন তুমি উত্তাল হয়ে ওঠো ,
         টিভি তে তোমার ছবি,
    আমি ঠিক চিনতে পারি , আসছো তুমি ।

আঘাতে প্রতিঘাতে সব ভেঙে দাও ,
   এত ব্যথা তোমার বুকে আজও ?
ঈশান কোণে মেঘ জমলেই তোমার গন্ধ ভাসে ।

তুমি বেসেছিলে ভালো , জানি আমি
 জানেনা সমাজ , মনের ভেতরে যে লুকিয়ে রেখেছি ,
তাই বুঝি এত রাগ , এত রোষ ।

ঢেউ গুলো যখন আছড়ে পড়ে পাথরে ,
   বুঝি তোমার বুকের ব্যথা, তোমার বুকের ক্ষত
    টুপ টুপ বৃষ্টি তে মিশে যায় আমার চোখের জল , তুমি জানতেও পারো না , কেউ দেখতেও পায়না ।

 শত শত পথ পেরিয়ে আবার আসছো তুমি ,
     জানি আমি
   মেঘেরা যে তোমার চিঠি আগেই এনে দিয়েছে আমায়
সাবধানে এসো , কারুর ক্ষতি না যেন হয়
রইলাম বসে তোমার ঠোঁটে আমার ঠোট ছোয়ানোর অপেক্ষায় ।




No comments:

Followers