Showing posts with label sab yaad rakha jayega. Show all posts
Showing posts with label sab yaad rakha jayega. Show all posts

Sunday, April 12, 2020

সব মনে রাখা হবে

সব মনে রাখা হবে -
   সপ্তর্ষি বসু

সব মনে রাখা হবে ,
সব কিছু মনে রাখা হবে ,
 তুমি চেয়েছিলে শেষ করে দিতে আমাদের ,
 মহামারী এনেছিলে এই পৃথিবীর বুকে ,
  তবে জেনে রেখো আমাদের বুকে জ্বলবে আগুন
   স্মরণে যাদের তুমি ছিনিয়ে নিয়েছো ।

সব মনে রাখা হবে ,
সব কিছু মনে রাখা হবে ,
 তুমি ভেবেছিলে হারাবে আমাদের ,
    তবে জেনে রেখো ভস্ম থেকে জন্মাবো আমরা
      আগুন পাখির মতন ।

সব মনে রাখা হবে,
 সব কিছু মনে রাখা হবে
   তুমি ভেবেছিলে যুদ্ধে করবে জয় ,
    তবে আমাদের সৈনিকদের বলিদানে
    তোমার হবেই পরাজয় ।




সব মনে রাখা হবে,
সব কিছু মনে রাখা হবে
  তুমি ভেবেছিলে ভাঙবে আমাদের ঐক্য
 তবে যেন রেখো আজ সবাই এক
   হিন্দু মুসলিম শিখ ঈশাই ।

সব মনে রাখা হবে,
সব কিছু মনে রাখা হবে
তোমার অদৃশ্য হাত যতই হানুক মৃত্যুবান
মায়ের আদরে সবাইকে সুষ্ট করে তুলবে
আমাদের চিকিৎসক , মাতৃকা ।

সব মনে রাখা হবে,
সব কিছু মনে রাখা হবে
তুমি ভেবেছিলে ধ্বংস করবে আমাদের,
 সব শেষ করে দেবে ,
তবে জেনে রেখো আগামী দিনে নতুন প্রজন্ম জানবে,
হয়েছিল আমাদের জয় আর তোমার পরাজয় ।

সব মনে রাখা হবে ,
সব কিছু মনে রাখা হবে ।

Followers